ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমালো বিশ্বব্যাংক

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ৩ অক্টোবর ২০২৩   আপডেট: ১৭:৩৪, ৩ অক্টোবর ২০২৩
জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমালো বিশ্বব্যাংক

চলতি ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির পূর্বাভাস কিছুটা কমিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, এ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ৬ শতাংশ হতে পারে। 

এর আগে গত এপ্রিলে বিশ্বব্যাংক তাদের আউটলুকে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৬ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। দেশের অর্থনীতিতে চারটি প্রধান চ্যালেঞ্জ আছে বলেও জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৩ অক্টোবর) সংস্থাটির ঢাকা অফিসে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক প্রতিবেদনের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের চিফ ইকোনমিস্ট বানার্ড হ্যাভেন, ইকোনমিস্ট নাজমুস সাদাত এবং যোগাযোগ বিভাগের প্রধান মেহেরিন এ মাহবুব।

প্রতিবেদনে উঠে এসেছে, বাংলাদেশে ২০২৫ সালে ৫ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি হবে। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতে ৬ দশমিক ৩ ও মালদ্বীপে ৫ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হবে। ২০২৩ সালে শ্রীলঙ্কায় প্রবৃদ্ধি ছিল নেতিবাচক—মাইনাস ৩ দশমিক ৮ শতাংশ। ২০২৪ সালে দেশটি ঘুরে দাঁড়াবে এবং প্রবৃদ্ধি হবে ১ দশমিক ৭ শতাংশ।

এর আগে বাংলাদেশে ২০২১-২২ অর্থবছরে ৭ দশমিক ১ এবং ২০২২-২৩ অর্থবছরে ৬ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল বিশ্বব্যাংক।

হাসান/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়