ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

আজমপুরে আড়ং ডেইরি সেলস সেন্টার উদ্বোধন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪০, ৪ অক্টোবর ২০২৩  
আজমপুরে আড়ং ডেইরি সেলস সেন্টার উদ্বোধন

বর্ণাঢ্য আযোজনের মধ্যে দিয়ে ঢাকার প্রাণকেন্দ্র উত্তরার আজমপুরে ‘উত্তরখান আড়ং ডেইরি সেলস সেন্টার’ উদ্বোধন করা হয়েছে।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুরে কেক ও ফিতা কেটে সেলস সেন্টারটির উদ্বোধন করেন আড়ং ডেইরির ডিজিএম (সেলস) মেহেদী হাসান।

এ সময় উপস্থিত ছিলেন আড়ং ডেইরির এজিএম (সেলস) মো. গোলাম মোস্তফা, সিনিয়র ম্যানেজার (ব্রাঞ্চ অপরেশন) মো. ইমদাদুল কায়েস, ম্যানেজার (সেলস অ্যাডমিন) মো. বশিরুল উল্লাহ, আরএসএম শহিদুল ইসলাম, এএসএম সাইফ উদ্দীন, ম্যানেজার (ইভেন্ট) মো. আসাদুজ্জামান, ম্যানেজার (ব্র্যান্ড) শান্তনুর রহমানসহ উত্তরখান সেলস সেন্টারের সব কর্মকর্তা এবং কর্মচারী।

উদ্বোধন শেষে ডিজিএম (সেলস) মেহেদী হাসান বলেন, এই বছরে আমরা ঢাকায় ৪৭তম আড়ং ডেইরি সেলস সেন্টার উদ্বোধন করেছি। আড়ং ডেইরির উৎপাদিত স্বাস্থ্যকর দুগ্ধজাত পণ্য সবার হাতের নাগালে পৌঁছে দেওয়ার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছি। পুষ্টির চাহিদা পূরণে দেশব্যাপী আড়ং ডেইরির দুধ, দই, লাবান, মাঠা, চিজ, মিষ্টি, বাটার, ঘি, চকলেট ডিংকসসহ সব দুগ্ধজাত পণ্য পাওয়া যাবে।

/হাসান/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়