ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

‘পোশাক শিল্প ধ্বংসে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে’

গাজীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১১, ৬ নভেম্বর ২০২৩  
‘পোশাক শিল্প ধ্বংসে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে’

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ বলেছেন, ‘পোশাক শিল্পসহ কারখানা ধ্বংস করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এ আন্দোলন কতগুলো প্রশিক্ষিত কর্মী বা বাহিনী দিয়ে সাধারণ শ্রমিকদের উস্কানি দিয়ে মাঠে নামিয়ে ঘোলা পানিতে তারা মাছ শিকার করতে চায়, এটা হলো তাদের উদ্দেশ্য। ওরা কারা? শ্রমিকদের কল্যাণে যারা কাজ করেন, যারা প্রকৃত শ্রমিক নেতা, তারা বিপদগ্রস্ত ও বিপথগামী শ্রমিক নেতাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’

সোমবার (৬ নভেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদ সভাকক্ষে গাজীপুর-৩ নির্বাচনী এলাকার শিল্প কারখানা মালিক ও সংশ্লিষ্ট অংশীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি আরও বলেন, ‘সরকার ইতোমধ্যে মজুরি কমিশনের সকল সদস্যদেরকে নিয়ে একাধিক মিটিং করেছে। হঠাৎ করেই গাজীপুর মহানগরের কোনাবাড়ী, মৌচাক, কাশিমপুর, বাসন, শ্রীপুরের মাস্টারবাড়ী এলাকায় শ্রমিক অসন্তোষ শুরু হয়। শুধু শ্রমিক অসন্তোষ নয়, তারা বিভিন্ন কলকারখানায় ভাংচুর করেছে, রাস্তা অবরোধ করেছে, মানুষ মারছে। নূন্যতম মজুরি ২৩ হাজার টাকা করার জন্য তারা এ আন্দোলন করছে। মজুরি বৃদ্ধির বৈঠক চলমান থাকা অবস্থায় সিদ্ধান্ত হওয়ার আগেই কেনো আন্দোলন, কেনো অগ্নিসংযোগ, শিল্প কলকারখানায় হামলা। এতে বুঝা যায় আমাদের পোশাক শিল্পসহ কারখানা ধ্বংস করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে।’

শ্রমিক প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনার কলকারখানা থাকলে তো চাকরি হবে শ্রমিকের। শ্রমিক থাকলে আপনি শ্রমিক প্রতিনিধি হবেন। কলকারখানা ধ্বংস বা ভেঙ্গে ফেললে এবং আগুন দিয়ে পুড়িয়ে ফেললে শ্রমিকরা কাজ করবে কোথায়? শ্রমিক না থাকলে আপনি শ্রমিক নেতা হবেন কিভাবে? প্রত্যেকটি শিল্প প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ঢাকায়। সমস্যা কিন্তু প্রধান কার্যালয়ে হয় না। তাদের প্রতিষ্ঠান গাজীপুরের বিভিন্ন এলাকায়। আন্দোলনের সমস্যাটা হলো স্ব স্ব এলাকায়। সমস্যা হলো কারখানায়। যেখানে সমস্যা সেখানেই সমাধান। ওই জায়গায় যারা শ্রমিকদের প্রতিনিধিত্ব করে, জনপ্রতিনিধিত্ব করে, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও সাংবাদিকসহ সকলের সাথে মালিক পক্ষের মতবিনিময় করতে হবে। তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করে একটি শান্তি প্রতিষ্ঠা করতে হবে। সেই কারণে আমি আজকের এই মতবিনিময় সভার উদ্যোগ নিয়েছি। এ এলাকায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে তারা (শিল্প মালিক) যেমন লাভবান হচ্ছে, তেমনি আমিসহ এলাকার সকলেই লাভবান হচ্ছে। আমাদের দায়িত্ব হলো এলাকায় শিল্প বান্ধব পরিবেশ গড়ে তোলা।’

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন, তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন অর রশীদ ফরিদ, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লাসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

রফিক/ফয়সাল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়