ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

অগ্নি সিস্টেমস ও ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং নির্ণয়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২০, ২৯ নভেম্বর ২০২৩  
অগ্নি সিস্টেমস ও ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করার পর তা প্রকাশ করা হয়েছে। কোম্পানি দুইটি হলো- অগ্নি সিস্টেমস লিমিটেড এবং ওয়াটা কেমিক্যালস লিমিটেড।

বুধবার (২৯ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, অগ্নি সিস্টেমস লিমিটেডের রেটিং নির্ণয় করেছে বাংলাদেশ রেটিং এজেন্সি লিমিটেড (বিডিআরএএল) এবং ওয়াটা কেমিক্যালস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড।

অগ্নি সিস্টেমস লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে এসটি-৩। ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে, ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য তথ্য অনুযায়ী কোম্পানিটির এ রেটিং নির্ণয় করা হয়েছে।

এদিকে, ওয়াটা কেমিক্যালস লিমিটেডের দীর্ঘ মেয়াদে ‘বিবিবি+’ রেটিং হয়েছে। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে এসটি-৩। ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে, ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য তথ্য অনুযায়ী কোম্পানিটির এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ঢাকা/এনটি/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়