ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

ওয়ার্ল্ড বিজনেস আউটলুক অ্যাওয়ার্ড জিতল বসুন্ধরা হাউজিং

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ৬ ডিসেম্বর ২০২৩  
ওয়ার্ল্ড বিজনেস আউটলুক অ্যাওয়ার্ড জিতল বসুন্ধরা হাউজিং

বাংলাদেশের শীর্ষস্থানীয় ল্যান্ড ডেভেলপার বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান বসুন্ধরা হাউজিং জিতল মর্যাদাপূর্ণ ‘ওয়ার্ল্ড বিজনেস আউটলুক অ্যাওয়ার্ড ২০২৩’।  

এ পুরস্কার প্রাপ্তির মাধ্যমে বসুন্ধরা হাউজিং দেশের সবচেয়ে উদ্ভাবনী ল্যান্ড ডেভেলপার কোম্পানি হিসেবে স্বীকৃতি পেল, যা রিয়েল এস্টেট সেক্টরের জন্য নতুন একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

২৫ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককের কুইন্স পার্কের ম্যারিয়ট মারকুইসে আয়োজিত অনুষ্ঠানে ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড প্রমোশন (ডিআইটিপি) থেকে পুরস্কার তুলে দেন নাটিয়া সুচিন্দা। পুরস্কার নেন বসুন্ধরা গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও বিভাগীয় প্রধান (বিক্রয় ও বিপণন) বিদ্যুৎ কুমার ভৌমিক।  

পুরস্কারটি আধুনিক ও গতিশীল জীবনযাত্রার একটি পরিবেশ তৈরির জন্য বসুন্ধরা হাউজিংয়ের অবদানকে তুলে ধরে, যা ঢাকায় প্রথম পরিকল্পিত এবং একমাত্র রাজউক-অনুমোদিত আধুনিক স্মার্ট সিটি।

ঢাকা/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়