ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

নাম পরিবর্তন এবং মূলধন বাড়াবে ইমাম বাটন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩১, ১৭ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৮:৩৩, ১৭ ডিসেম্বর ২০২৩
নাম পরিবর্তন এবং মূলধন বাড়াবে ইমাম বাটন

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ নাম পরিবর্তন ও অনুনোমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির নাম ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিবর্তে হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি রাখা হবে। অন্যদিকে কোম্পানিটি অনুমোদিত মূলধন ১০ কোটি টাকা থেকে ৩০ কোটি টাকা পর্যন্ত বাড়ানো হবে।

এ বিষয়ে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। কোম্পানিটির বিশেষ সাধারণ সভা আগামী ২৯ জানুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। সেজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ জানুয়ারি।

এনটি/ফয়সাল


সর্বশেষ

পাঠকপ্রিয়