ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

কেনা হচ্ছে ৬০ হাজার মেট্রিক টন সার  

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৬, ২৭ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৬:৪৬, ২৭ ডিসেম্বর ২০২৩
কেনা হচ্ছে ৬০ হাজার মেট্রিক টন সার  

দেশের কৃষকের হাতে সময়মত সার পৌঁছে দিতে রাষ্ট্রীয় চুক্তির আওতায় কাতার থেকে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার এবং কাফকো থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে। এতে মোট ব্যয় হবে ২০৯ কোটি ৯৪ লাখ ৩৫ হাজার ৬২৫ টাকা।

বুধবার (২৭ ডিসেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রস্তাবগুলোতে অনুমোদন দেওয়া হয়। সভাশেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি বলেন, রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতার থেকে অষ্টম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। শিল্প মন্ত্রণালয়ের এই প্রস্তাবে ব্যয় হবে ১০৫ কোটি ১ লাখ ৩১ হাজার ২৫০ টাকা। এর আগে, সিসিইএ সভার অনুমোদনক্রমে ২০২৩-২৪ অর্থবছরে কাতার থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে ৪ লাখ ৮০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির চুক্তি স্বাক্ষরিত হয়। কাতারের সঙ্গে চুক্তি মোতাবেক সারের মূল্য নির্ধারণ করে প্রতি মেট্রিক টন ৩১৭.৫০ মার্কিন ডলার হিসাবে অষ্টম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সারের মোট মূল্য ৯৫ লাখ ২৫ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১০৫ কোটি ১ লাখ ৩১ হাজার ২৫০ টাকা)।

কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ’র নিকট থেকে ১১তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয় করবে শিল্প মন্ত্রণালয়।

২০২৩-২৪ অর্থবছরে পরিকল্পনা মোতাবেক কাফকো, বাংলাদেশ হতে সাড়ে ৫ লাখ মেট্রিক টন ইউরিয়া সার ক্রয়ের সংশোধিত চুক্তি করা হয়। ২০২৩-২৪ অর্থবছরে ১১তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কিনতে প্রাইস অফার পাঠানোর অনুরোধ করা হলে কাফকো বাংলাদেশ প্রাইস অফার পাঠায়। কাফকোর সঙ্গে চুক্তি মোতাবেক সারের মূল্য নির্ধারণ করে ১১তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ে ব্যয় হবে প্রতি মেট্রিক টন ৩১৭.২৫ মার্কিন ডলার হিসাবে মোট ৯৫ লাখ ১৭ হাজার ৫০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১০৪ কোটি ৯৩ লাখ ৪ হাজার ৩৭৫ টাকা)।

ঢাকা/হাসনাত/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়