প্রেসিডেন্সি ইউনিভার্সিটির নতুন ট্রেজারার এ এইচ এম ফারুক
প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এ এইচ এম ফারুক। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী তিনি যোগ দেওয়ার তারিখ থেকে চার বছরের জন্য এই পদে থাকবেন।
এ এইচ এম ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যা বিষয়ে ১৯৮২ সালে স্নাতক এবং ১৯৮৩ সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
এ এইচ এম ফারুক ৮ম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। শিক্ষকতার জীবনে তিনি দেশের বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা করেন।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী, শিক্ষক ও সব বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে মঙ্গলবার সকালে নতুন নিযুক্ত ট্রেজারার ফারুককে বরণ করে নেওয়া হয়। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সব সদস্য নবাগত ট্রেজারারের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেন।
ঢাকা/ইভা