ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

বাণিজ্যমেলায় ক্রেতাদের প্রতারিত হওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫০, ২০ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৬:৩০, ২০ জানুয়ারি ২০২৪
বাণিজ্যমেলায় ক্রেতাদের প্রতারিত হওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী 

এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ক্রেতা ও দর্শনার্থীদের প্রতারিত হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে পূর্বাচল বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান, মহাপরিচালক বেবী রাণী কর্মকারসহ মন্ত্রণালয় ও ইপিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নোত্তরে প্রতিমন্ত্রী বলেন, এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা ও দর্শনার্থীরা যাতে প্রতারিত না হয় সেজন্য রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-কে আমি নির্দেশ দিয়েছি।

তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্যমেলায় সব সময় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম চলমান থাকবে। একই সঙ্গে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সব সময় মনিটরিং করবে। ক্রেতা ও দর্শনার্থীরা যাতে প্রতারিত না হয় বিষয়টি নিশ্চিত করা হবে। এ ছাড়া, ক্রেতা ও দর্শনার্থীদের কোনও অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় পূর্বাচল বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন করবেন। উদ্বোধনের পর থেকে মাসব্যাপী মেলা প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৯টা পর্যন্ত চলবে। তবে, সাপ্তাহিক ছুটির দিনে রাত ১০টা পর্যন্ত চলবে এই মেলা।

এবারের বাণিজ্যমেলায় দেশি-বিদেশি ৩৫১টি বিভিন্ন ক্যাটাগরির প্যাভিলিয়ন-স্টল অংশ নিতে যাচ্ছে। দেশিয় বস্ত্র, মেশিনারিজ, কার্পেট, কসমেটিক্স অ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্সস, ফার্নিচার, পাট ও পাটজাত পণ্য, গৃহসামগ্রী, চামড়া, আর্টিফিশিয়াল চামড়া ও জুতাসহ চামড়াজাত পণ্য, স্পোর্টস গুডস, স্যানিটারিওয়্যার, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক, মেলামাইন পলিমার, হারবাল ও টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, হস্তশিল্পজাত পণ্য, হোম ডেকর ইত্যাদি পণ্য মেলায় প্রদর্শিত হবে।

এনএফ/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়