ওয়ালটনে চাকরির জন্য আর্থিক লেনদেন না করার অনুরোধ
সংবাদ বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম
ব্র্যান্ড ইমেজ, করপোরেট কালচার, মার্কেট ইক্যুইটি এবং জনপ্রিয়তায় ওয়ালটন বাংলাদেশের ইলেকট্রনিক্স জায়ান্ট প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বাংলাদেশের গর্ব। দেশের শীর্ষস্থানীয় এই প্রতিষ্ঠানে স্বপ্নের ক্যারিয়ার গড়তে আগ্রহী চাকরিপ্রার্থী অনেক তরুণ-যুবক।
এরই সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যক্তি ও প্রতারক চক্র। ফেসবুকে ওয়ালটনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করা হচ্ছে বলে অভিযোগ পেয়েছে প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগ। ফলে প্রতারক চক্রের ফাঁদে পা না-দিতে, এ বিষয়ে সতর্ক থাকতে চাকরিপ্রত্যাশীদের প্রতি অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ওয়ালটনের মানবসম্পদ বিভাগ জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার করে ওয়ালটন গ্রুপে চাকরির প্রলোভন দেখিয়ে আর্থিক লেনদেনের মাধ্যমে প্রতারণা করা হচ্ছে বলে ওয়ালটনের অভ্যর্থনা বিভাগে অভিযোগ জানিয়েছেন কয়েকজন ভুক্তভোগী।
তাদের দেওয়া অভিযোগ যাচাই করতে গিয়ে ওয়ালটনের মানবসম্পদ বিভাগ জানতে পারে, ‘জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি’ নামে একটি ফেসবুক পেজ থেকে ওয়ালটন গ্রুপে নিয়োগের প্রলোভন দেখিয়ে প্রচারণা চালানো হচ্ছে। উক্ত ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/profile.php?id=61554993164223&mibextid=ZbWKwL। এই ফেসবুক পেজে একটি মোবাইল নম্বরও দেওয়া আছে। ওয়ালটনে চাকরিপ্রত্যাশীদের সেই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
ওই প্রতারক চক্র থেকে চাকরিপ্রত্যাশীদের সতর্ক থাকার জন্য ওয়ালটন কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে। কর্তৃপক্ষের ভাষ্য- ওয়ালটনে আর্থিক লেনদেনের মাধ্যমে কোনো নিয়োগ দেওয়া হয় না। প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগ কর্তৃক লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে উপযুক্ত ব্যক্তিকেই ওয়ালটনে নিয়োগ দেয়া হয়। নিয়োগ প্রক্রিয়ার প্রাথমিক নির্বাচন থেকে শুরু করে লিখিত ও চূড়ান্ত নির্বাচন প্রকাশ্যে ও স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন করা হয়। এ ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনের সুযোগ নেই।
এমনকি প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো অবস্থাতেই যোগাযোগের জন্য ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখ করা হয় না। অতএব অসাধু ব্যক্তি বা চক্র কাউকে ওয়ালটনে চাকরি দেওয়ার নিশ্চয়তা দিলে বা এ জন্য অর্থ দাবি করলে, সেই মিথ্যা প্রলোভন ও প্রতারণার ফাঁদে না-পড়ার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/রফিক