ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ১০ ফান্ডের লভ্যাংশ ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৫, ১ ফেব্রুয়ারি ২০২৪  
আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ১০ ফান্ডের লভ্যাংশ ঘোষণা

আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ওপেন অ্যান্ড ১০ মিউচ্যুয়াল ফান্ড ইউনিট হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি অনুষ্ঠিত ফান্ডগুলোর ট্রাস্টি কমিটির বৈঠকে সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, ফার্স্ট আইসিবি ইউনিট ফান্ডের ইউনিটপ্রতি ৫০ পয়সা, সেকেন্ড আইসিবি ইউনিট ফান্ডের ইউনিটপ্রতি ১ টাকা ২০ পয়সা, থার্ড আইসিবি ইউনিট ফান্ডের ইউনিটপ্রতি ১ টাকা, ফোর্থ আইসিবি ইউনিট ফান্ডের ইউনিটপ্রতি ১ টাকা, ফিফথ আইসিবি ইউনিট ফান্ডের ইউনিটপ্রতি ১ টাকা, সিক্সথ আইসিবি ইউনিট ফান্ডের ১ টাকা ১০ পয়সা, সেভেনথ আইসিবি ইউনিট ফান্ডের ইউনিটপ্রতি ১ টাকা ২০ পয়সা, এইটথ আইসিবি ইউনিট ফান্ডের ১ টাকা, আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি ইউনিট ফান্ডের ইউনিটপ্রতি ১ টাকা ও আইসিবি এএমসিএল শতবর্ষ ইউনিট ফান্ডের ইউনিটপ্রতি ৫৫ পয়সা লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

ঢাকা/এনটি/ইভা


সর্বশেষ

পাঠকপ্রিয়