ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ওয়ালটন-আমাদের সময় বিশ্বকাপ ক্রিকেট কুইজের ড্র

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৮, ৩ ফেব্রুয়ারি ২০২৪  
ওয়ালটন-আমাদের সময় বিশ্বকাপ ক্রিকেট কুইজের ড্র

ভারতের মাটিতে বিশ্বকাপ ক্রিকেটের উৎসব বসেছিল গত বছরের শেষে। সে আসরে ভারতকে হারিয়ে শিরোপা জেতে অস্ট্রেলিয়া। এই উৎসবের পুরোটা জুড়ে আমাদের সময়ের সঙ্গে যুক্ত ছিল বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ওয়ালটন। ক্রীড়া জগতে স্পন্সর করে নতুন দিগন্তের সূচনা করেছে তারা। বিশ্বকাপ চলাকালীন আমাদের সময়ে ওয়ালটনের আয়োজনে হয়েছিল কুইজ প্রতিযোগিতা। হাজারো ক্রীড়ানুরাগী এ কুইজ প্রতিযোগিতায় অংশ নেন। 

কুইজের প্রথম পর্বে প্রথম হয়েছেন সাদী মো. খলিল (দক্ষিণখান, ঢাকা)। দ্বিতীয় পর্বের বিজয়ী শিরিন (মালিবাগ)। প্রথম পর্বের খলিল রেফ্রিজারেটর আর দ্বিতীয় পর্বের শিরিন জিতেছেন ওয়ালটন ৪৩ ইঞ্চি এলইডি টিভি। 

আমাদের সময়ের তেজগাঁও অফিসের কনফারেন্স রুমে কুইজ প্রতিযোগিতার ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা সম্পাদক ড. খোন্দকার শওকত হোসেন, নির্বাহী সম্পাদক মাঈনুল আলম, চিফ রিপোর্টার শাহজাহান আকন্দ শুভ, হেড অব নিউজ আশরাফুল ইসলাম, এজিএম (বিজ্ঞাপন) ও ভারপ্রাপ্ত হেড অফ মার্কেটিং রাশিদুল হাসান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন, অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর অগাস্টিন সুজন, সিনিয়র ডেপুটি ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন, আমাদের সময়ের অ্যাকাউনট্যান্ট মোহাম্মদ নুরুল আবছার, ম্যানেজার (এইচআর ও অ্যাডমিন) মোহাম্মদ মুসা, ডিজিটাল হেড অব মার্কেটিং এস কে শাকিল প্রমুখ।  

ড্র অনুষ্ঠানে নির্বাহী সম্পাদক মাঈনুল আলম বলেন, ‘মানুষের আগ্রহ দেখে আমি খুশি। ওয়ালটন বিশ্বকাপের মতো এমন একটা প্রতিযোগিতায় আমাদের সঙ্গে ছিল। সামনেও এমন থাকবে আশা করি।

ওয়ালটনের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন বলেন,‘ পত্রিকায় পাঠকের এমন অংশগ্রহণ আমাকে মুগ্ধ করেছে। আমাদের সময়ের সঙ্গে ওয়ালটন থাকতে পেরে খুশি। আমাদের সম্পর্ক অটুট থাকবে।’

উপদেষ্টা সম্পাদক বলেন,‘ আমি ওয়ালটনকে স্বাগত জানাই। আমি মনে করি, ওয়ালটনও আমাদের সময় পরিবারের অংশ।’

এই কুইজ প্রতিযোগিতায় প্রথম পর্বে আরো পুরস্কার রয়েছে। প্রথম পর্বের দ্বিতীয় পুরস্কার ওয়ালটনের ৩২ ইঞ্চি এলইডি টিভি পেয়েছেন টঙ্গির শামীম, তৃতীয় রাইয়ান আকন্দ আসফি ওয়ালটনের ২৪ ইঞ্চি এলইডি টিভি জিতেছেন (বিজয়নগর, ঢাকা)। চতুর্থ পুরস্কার ছিল ওয়ালটনের রাইস কুকার (৩টি)। সে তিন বিজেতা হলেন—তাছলিমা (বাড্ডা), জহির উদ্দিন আহমেদ (চট্টগ্রাম), শুভ (টঙ্গি)। প্রথম পর্বের পঞ্চম পুরস্কার ছিল ওয়ালটনের ব্লেন্ডার ৩টি। যারা জিতেছেন তারা হলেন— নাফিসা বিনতে মাসুম (সোনাগাজী), হাবিব (ধানমণ্ডি), তাওহিদ ইসলাম (বনানী)। 

দ্বিতীয় পর্বে দ্বিতীয় পুরস্কার জিতেছেন ফেনীর সিরাজ। যিনি ওয়ালটনের ২৪ ইঞ্চি এলইডি টিভি পাবেন। তৃতীয় হয়েছেন মো. বিপ্লব (মাদারীপুর), তিনি জিতেছেন ওয়ালটন মাইক্রো ওয়েভ ওভেন। ৪র্থ পুরস্কার গ্যাস স্টোভ পেয়েছেন ৩ বিজয়ী—ইসরাত (ওয়ারী), সালমা আকতার (হালিশহর, চট্টগ্রাম), সায়া (মিরপুর)। পঞ্চম পুরস্কার পেয়েছেন ওয়ালটন রাইস কুকার। ৫ বিজেতা হলেন- দীপা দেব (আগ্রাবাদ), শাহিনা আক্তার (ব্রাহ্মণবাড়িয়া), নাজিরউল্লা (নাজিমউদ্দিন রোড), পিংকি (বনানি), নাসরিন আক্তার (বিষ্ণুপুর, কুমিল্লা)।

ঢাকা/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়