ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

যেসব এলাকায় ১২ ফেব্রুয়ারি ব্যাংক বন্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৪, ৬ ফেব্রুয়ারি ২০২৪  
যেসব এলাকায় ১২ ফেব্রুয়ারি ব্যাংক বন্ধ

নওগাঁও-২ আসনে নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন ১২ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ওই দিন নির্বাচনি এলাকায় তাফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে বলে বাংলাদেশ ব্যাংক নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী, নওগাঁ-২ আসনে নির্বাচন উপলক্ষে তফসিলি ব্যাংকগুলোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে ১২ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় (পত্নীতলা উপজেলা ও ধামরহাট উপজেলা) অবস্থিত তফসিলি ব্যাংকগুলোর সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে।

এনএফ/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়