বেড়েই চলেছে আফতাব অটোর শেয়ারদর
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি আফতাব অটোমোবাইলস লিমিটেডের শেয়ারের দাম বেড়েই চলেছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে জানা গেছে, ১৪ জানুয়ারি আফতাব অটোমোবাইলস লিমিটেডের শেয়ারপ্রতি দাম ছিল ২৭ টাকা ১০ পয়সা। ৮ ফেব্রুয়ারি প্রতিটি শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ৫৫ টাকা ৬০ পয়সায়। এই ১৯ কার্যদিবসে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ২৮ টাকা ৫০ পয়সা।
সূত্র আরও জানিয়েছে, এভাবে শেয়ারের দাম বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই আফতাব অটোমোবাইলস লিমিটেড কর্তৃপক্ষকে চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানি কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছে, কোনো প্রকার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দাম বাড়ছে।
ঢাকা/এনটি/লিপি