ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

সাফকো স্পিনিং মিলসের উৎপাদন বন্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ১৮ ফেব্রুয়ারি ২০২৪  
সাফকো স্পিনিং মিলসের উৎপাদন বন্ধ

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ তাদের উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির উৎপাদন গত ১২ ফেব্রুয়ারি থেকে বন্ধ রয়েছে। আগামী দুই মাসের জন্য কোম্পানিটির উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

তথ্য মতে, কী কারণে উৎপাদন বন্ধ করেছে তা জানায়নি সাফকো স্পিনিং মিলস কর্তৃপক্ষ। তবে উৎপাদন বন্ধ হলেও মেইনটেন্যান্সসহ অন্যান্য কার্যক্রম চালু আছে বলে জানিয়েছে কোম্পানিটি।

এদিকে রোববার (১৮ ফেব্রুয়ারি) থেকে সাফকো স্পিনিংসহ আরও ২১ কোম্পানিকে ক্যাটাগরিতে স্থানান্তর করেছে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) জারি করা এক নির্দেশনাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা/এনটি/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়