ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

যেসব দেশে ক্রেডিট কার্ডে বেশি খরচ করেন বাংলাদেশিরা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৮, ২০ ফেব্রুয়ারি ২০২৪  
যেসব দেশে ক্রেডিট কার্ডে বেশি খরচ করেন বাংলাদেশিরা

ছবি: সংগৃহীত

বাংলাদেশিরা গত ডিসেম্বরে বিভিন্ন পণ্য ও সেবা নিতে ক্রেডিট কার্ডে লেনদেন করেছেন ৫৭৯ কোটি টাকার বেশি। এর অর্ধেকের বেশি বা ৫৪ দশমিক ৪৯ শতাংশ লেনদেন করেছেন ভারত, যুক্তরাষ্ট্র, আরব আমিরাত ও থাইল্যান্ডে।

বাংলাদেশিদের একটি বড় অংশ প্রতি মাসে ভারতে ভ্রমণ ও চিকিৎসার জন্য যান। সাম্প্রতিক সময়ে দেশটিতে বাংলাদেশিদের ভ্রমণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ কারণে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে ভারতে। গত ডিসেম্বরে প্রতিবেশী দেশটিতে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ১১৫ কোটি ৬০ লাখ টাকা খরচ করেছেন, যা নভেম্বরে ছিল ৮৭ কোটি টাকা। একইভাবে বাংলাদেশিরা ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ডে খরচ করেছেন ৭৩ কোটি ২০ লাখ টাকা, যা নভেম্বরে ছিল ৭৩ কোটি ১০ লাখ  টাকা। আর মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে বাংলাদেশিরা ডিসেম্বরে ক্রেডিট কার্ডে খরচ করেছেন ৫৯ কোটি ৪০ লাখ টাকা, যা নভেম্বরে ছিল ৪১ কোটি ৪০ লাখ  টাকা।

এদিকে, থাইল্যান্ডে বাংলাদেশিরা ডিসেম্বরে ক্রেডিট কার্ড  দিয়ে খরচ করেছেন ৫৮ কোটি ৪০ লাখ টাকা, যা নভেম্বরে ছিল  ৪০ কোটি  ৪০ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ ক্রেডিট কার্ড ইস্যুকারী দেশের ৪৩টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের তথ্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছে। মাস ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করে থাকে বাংলাদেশ ব্যাংক। প্রতিবেদনটিতে দেশের অভ্যন্তরে ও বিদেশে বাংলাদেশি নাগরিকদের এবং দেশের ভেতরে বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ড ব্যবহারের তথ্য তুলে ধরা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, বিদেশিরা বাংলাদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে যে অর্থ খরচ করেন, তার তিন গুণের বেশি অর্থ বাংলাদেশিরা খরচ করেন বিশ্বের বিভিন্ন দেশে। গত ডিসেম্বর মাসে বাংলাদেশে ঘুরতে আসা বা বসবাসরত বিদেশিরা ক্রেডিট কার্ডে ১৮৪ কোটি টাকা খরচ করেছেন। একই সময়ে বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডে ৫৭৯ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করেছেন।

গত ডিসেম্বরে দেশ-বিদেশে ক্রেডিট কার্ডে খরচের পরিমাণ আগের মাসের তুলনায় বেড়েছে। তবে কমেছে দেশে বিদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার। ডিসেম্বরে বিদেশিরা বাংলাদেশে এসে ক্রেডিট কার্ডে খরচ করেন ১৮৪ কোটি টাকা, যা নভেম্বরে ছিল ১৯৪ কোটি টাকায়। বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডের ব্যবহার বাড়িয়েছেন। ডিসেম্বরে বিদেশে গিয়ে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেছেন ৫৭৯ কোটি টাকা, যা নভেম্বরে ছিল ৪৮৭ কোটি টাকা। অর্থাৎ এক মাসে বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের খরচ ৯২ কোটি টাকা বা ১৮ দশমিক ৮৭ শতাংশ বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, একজন বাংলাদেশি নাগরিক বিদেশে গিয়ে প্রতি বছর ১২ হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে পারেন। এ অর্থ কার্ডের মাধ্যমে খরচ করতে পারেন, আবার বিদেশে যাওয়ার সময় নগদ ডলারও সঙ্গে করে নিয়ে যেতে পারেন। তবে কার্ডের মাধ্যমে ডলার পেমেন্ট করতে গেলে একবারে সর্বোচ্চ ৩০০ ডলার পর্যন্ত খরচ করার সুযোগ রয়েছে।

খোলা বাজারে নগদ ডলারের দাম বেশি থাকায় কার্ডের মাধ্যমে ডলার পেমেন্টে গ্রাহকেরা আগ্রহী হচ্ছেন উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, এখন দেশের কার্ব মার্কেট থেকে নগদ ডলার কিনতে গেলে ১২২ থেকে ১২৪ টাকার মতো খরচ করতে হয়। সেখানে অধিকাংশ ব্যাংকেই ১১৪-১১৫ টাকায় ইলেকট্রনিক ডলার কিনে কার্ডের মাধ্যমে খরচ করা যায়। এসব কারণে কার্ডের মাধ্যমে পেমেন্টে সবাই আগ্রহী হচ্ছে।

দেশে ক্রেডিট কার্ডের ব্যবহার
বিদেশের পাশাপাশি দেশেও ক্রেডিট কার্ডের ব্যবহার গত ডিসেম্বরে বেড়েছে। গত ডিসেম্বরে দেশে ক্রেডিট কার্ডে খরচ হয়েছে ২ হাজার ৬৭৪ কোটি টাকা। নভেম্বরে খরচ হয়েছিল ২ হাজার ৫৪০ কোটি টাকা সেই হিসাবে এক মাসে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ ১৩৪ কোটি টাকা বেড়েছে।  

/এনএফ/এসবি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়