ঢাকা     শনিবার   ১৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩১

সিসিবিএলের লভ্যাংশ ঘোষণাসহ নাম পরিবর্তনের সিদ্ধান্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ১২ মার্চ ২০২৪   আপডেট: ১১:২০, ১২ মার্চ ২০২৪
সিসিবিএলের লভ্যাংশ ঘোষণাসহ নাম পরিবর্তনের সিদ্ধান্ত

পুঁজিবাজারের ক্লিয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের সুপারিশে ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। পরবর্তীতে সর্বসম্মতিক্রমে তা অনুমোদন হয়।

সিসিবিএল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত রোববার (১০ মার্চ) সিসিবিএল’র এজিএম অনুষ্ঠিত হয়। সভায় কোম্পানির ২০২২-২৩ অর্থবছরের আর্থিক বিবরণী সর্বসম্মতিক্রমে অনুমোদন হয়। পরবর্তী অর্থবছরের জন্য নিরীক্ষক নিয়োগ ও তাদের পারিতোষিক নির্ধারণ করা হয়।

আরো পড়ুন:

সভায় কোম্পানির নাম পরিবর্তন করে ‘সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ পিএলসি’ করার অনুমোদন দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন সিসিবিএলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান। এ সময় সিসিবিএলের পরিচালকমণ্ডলীর সদস্যরা এবং শেয়ার হোল্ডারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/এনটি/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়