ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

পুঁজিবাজারে দরপতন

শীর্ষ ব্রোকারদের নিয়ে জরুরি বৈঠকে ডিবিএ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ১৯ মার্চ ২০২৪   আপডেট: ১২:১৮, ১৯ মার্চ ২০২৪
শীর্ষ ব্রোকারদের নিয়ে জরুরি বৈঠকে ডিবিএ

পুঁজিবাজারে ধারাবাহিকভাবে দরপতন চলছে। প্রতিদিনই কমে যাচ্ছে সূচক এবং আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা। এ পরিস্থিতি থেকে উত্তোরণের লক্ষ্যে পুঁজিবাজারের শীর্ষ ব্রোকারদের নিয়ে জরুরি বৈঠকে বসেছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় বৈঠক শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ডিবিএ’র প্রেসিডেন্ট মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ভার্চুয়াল মাধ্যম জুমে বৈঠকটি চলছে। এ সময় ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালকরাসহ শীর্ষ ৩০টি ব্রোকারেজ হাউজের প্রধান নির্বাহী এবং অন্যান্য ব্রোকারেজ হাউজের প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত আছেন।

আরো পড়ুন:

এদিকে, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবেসর শুরুতেই ব্যাপক নেতিবাঁচকের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)। এক সময় প্রধান সূচক কমেছে প্রায় ৫৬ পয়েন্ট। এর পর সূচক প্রায় ৩০ পয়েন্ট রিকোভারি করলেও ১০টা ৪০মিনিট পর্যন্ত ৩৩ পয়েন্ট নেগেটিভ অবস্থায় লেনদেন চলছে।

এদিকে, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেন শুরুর কয়েক মিনিটের মধ্যে সূচকে বড় পতন লক্ষ্য করা গেছে। লেনদেন শুরুর দুই ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫১.৬৩ পয়েন্ট করে অবস্থান করছে ৫ হাজার ৮৪৬ পয়েন্টে।  অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ৬৫.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৯৯ পয়েন্টে।

/এনটি/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়