ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোম্পানি সচিব নিয়োগ দিলো রিং সাইন টেক্সটাইলস

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪১, ১৭ এপ্রিল ২০২৪  
কোম্পানি সচিব নিয়োগ দিলো রিং সাইন টেক্সটাইলস

পুঁজিবাজারের বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি রিং সাইন টেক্সটাইলস লিমিটেডে সচিব নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানিটির নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মশিউর রহমান।

বুধবার (১৭ এপ্রির) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে জানা গেছে, পরিচালনা পর্ষদের সদস্যদের সম্মতিক্রমে মো. মশিউর রহমানকে কোম্পানি সচিব  ও জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

এর আগে রিং সাইন টেক্সটাইলসের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত জেলা জজ এ কে এম শহীদুল ইসলাম। তিনি চলতি বছরের গত ১৮ ফেব্রুয়ারি কোম্পানিটির চেয়ারম্যান হিসেবে কাজে যোগ দেন।

প্রসঙ্গত, রিং সাইন টেক্সটাইল লিমিটেড ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটি পুঁজিবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে। গত জানুয়ারি পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে, পুঁজিবাজারে রিং সাইন টেক্সটাইলের মোট শেয়ার ৫০ কোটি ৩ লাখ ১৩ হাজার ৪৩টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ২১.৩২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১২.৫৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ৬.৭৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫৯.৩৩ শতাংশ শেয়ার রয়েছে।

এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়