ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

প্রাইম ব্যাংকের করপোরেট পরিচালকের শেয়ার কেনার ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৩, ১৮ এপ্রিল ২০২৪  
প্রাইম ব্যাংকের করপোরেট পরিচালকের শেয়ার কেনার ঘোষণা

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ব্যাংক পিএলসির করপোরেট পরিচালক শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, প্রাইম ব্যাংকের কর্পোরেট পরিচালক এমজেএল বাংলাদেশ পিএলসি ২ কোটি ২০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর ব্লক মার্কেটে ঘোষিত এই শেয়ার ক্রয় সম্পন্ন করবে।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সর্বশেষ হিসাব অনুযায়ী,  প্রাইম ব্যাংক পিএলসি এর মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৪১.২৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৮.২৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.৩৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২০.১৫ শতাংশ শেয়ার আছে।

ঢাকা/এনটি/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়