ওয়ালটনের উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা
পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র উদ্যোক্তা পরিচালক এস এম আশরাফুল আলম শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন। এই উদ্যোক্তা পরিচালক কোম্পানিটির ১ লাখ শেয়ার বিক্রি করবেন।
মঙ্গলবার (৩০ মার্চ) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে জানা গেছে, উদ্যোক্তা পরিচালক এস এম আশরাফুল আলমের কাছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ৬ কোটি ৫৬ লাখ ৮১ হাজার ৯৮৯টি শেয়ার আছে। এর মধ্যে থেকে তিনি কোম্পানিটির ১ লাখ শেয়ার বিক্রি করার আগ্রহ প্রকাশ করেছেন।
এই উদ্যোক্তা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক ও ব্লক মার্কেটে উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবেন।
২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সর্বশেষ হিসাব অনুযায়ী, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৯৮.৯০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ০.৪৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.১০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ০.৫৬ শতাংশ শেয়ার আছে।
এনটি/রফিক