ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

৪ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ৫ মে ২০২৪  
৪ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানির পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। ব্যাংক তিনটি হলো- সাউথইস্ট ব্যাংক, পূবালী ব্যাংক, ফনিক্স ইন্স্যুরেন্স ও আইডিএলসি ফাইন্যান্স।

রোববার (৫ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সাউথইস্ট ব্যাংক: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৯ মে বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। আলোচিত সভায় গত ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

পূবালী ব্যাংক: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৮ মে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। আলোচিত সভায় গত ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে, তা প্রকাশ করবে কোম্পানিটি।

ফনিক্স ইন্স্যুরেন্স: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৯ মে বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। আলোচিত সভায় গত ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। প্রতিবেদন অনুমোদন শেষে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে।

আইডিএলসি ফাইন্যান্স: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৯ মে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। আলোচিত সভায় গত ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে, তা প্রকাশ করবে কোম্পানিটি।

/ঢাকা/এনটি/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়