লিগ্যাসি ফুটওয়্যার উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
পুঁজিবাজারে চামড়া খাতে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের উদ্যোক্তা শাহনাজ সুলতানার শেয়ার হস্তান্তর সম্পন্ন হয়েছে।
সোমবার (৬ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটির উদ্যোক্তা শাহনাজ সুলতানা তার বোন নাসিম হকের (সাধারণ বিনিয়োগকারী) বিও হিসাবে ১৫ লাখ ৫ হাজার ৬৮১টি শেয়ার হস্তান্তর করেছেন। পূর্বঘোষণা অনুযায়ী গত ৩০ এপ্রিল ডিএসইর ট্রেডিং সিস্টেমসের বাইরে উপহার হিসেবে তিনি শেয়ার হস্তান্তর করেন।
ডিএসইতে ২০০০ সালে তালিকাভুক্ত লিগ্যাসি ফুটওয়্যার বর্তমানে ‘বি’ ক্যাটাগরি অবস্থান করছে। গত মার্চ শেষে কোম্পানিটির উদ্যোক্তাদের হাতে মোট শেয়ার ছিল ৩৬.৭৪ শতাংশ।
/ঢাকা/এনটি/মেহেদী/