স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নতুন ১৮ খাতে করমুক্ত সুবিধা
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিবাসী বা অনিবাসী বাংলাদেশিদের নতুন ১৮টি খাতের ব্যবসা থেকে আয় তার সব ব্যবসায়িক কার্যক্রম ক্যাশলেস হওয়ার শর্তে তিন বছর করমুক্ত রাখার প্রস্তাব দেবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
অর্থমন্ত্রী বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এ প্রস্তাব দিতে পারেন।
খাতগুলো হচ্ছে—
(ক) এআইবেজড সলিউশন ডেভেলপমেন্ট।
(খ) ব্লকচেইনবেজড সলিউশন ডেভেলপমেন্ট।
(গ) রোবোটিক্স প্রসেস আউটসোর্সিং।
(ঘ) সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস।
(ঙ) সাইবার সিকিউরিটি সার্ভিস।
(চ) ডিজিটাল ডেটা এনালাইটিক্স ও ডেটা সায়েন্স।
(ছ) মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সার্ভিস।
(জ) সফটওয়্যার ডেভেলপমেন্ট ও কাস্টমাইজেশন।
(ঝ) সফটওয়্যার টেস্ট ল্যাব সার্ভিস।
(ঞ) ওয়েব লিস্টিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট ও সার্ভিস।
(ট) আইটি সহায়তা ও সফটওয়্যার মেইনটেন্যান্স সার্ভিস।
(ঠ) জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস।
(ড) ডিজিটাল এনিমেশন ডেভেলপমেন্ট।
(ঢ) ডিজিটাল গ্রাফিক্স ডিজাইন।
(ণ) ডিজিটাল ডেটা এন্ট্রি ও প্রসেসিং।
(ত) ই-লার্নিং প্ল্যাটফর্ম ও ই-পাব্লিকেশন।
(থ) আইটি ফ্রিল্যান্সিং।
(দ) কল সেন্টার সার্ভিস।
(ধ) ডকুমেন্ট কনভারশন, ইমেজিং ও ডিজিটাল আর্কাইভিং।
হাসনাত/রফিক