ঢাকা     শনিবার   ২৯ জুন ২০২৪ ||  আষাঢ় ১৫ ১৪৩১

৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন বিকেলে 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ৬ জুন ২০২৪   আপডেট: ১২:৩১, ৬ জুন ২০২৪
৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন বিকেলে 

জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করা হবে আজ বৃহস্পতিবার (৬ জুন)। বিকাল ৩টায় শুরু হবে বাজেট অধিবেশন।

‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ স্লোগানে ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটি হবে তার প্রথম বাজেট ঘোষণা এবং আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট।

এবারের বাজেটের আকার হচ্ছে সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা৷ বাজেট উপস্থাপনের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

প্রস্তাবিত বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন হবে। এ লক্ষ্যে দুপুর ১২টায় এ বৈঠক শুরু হয়েছে। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিকেল ৩টায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সংসদে বাজেট উত্থাপন করবেন।

জাতীয় সংসদে উত্থাপনের পর প্রস্তাবিত এ বাজেটের ওপর সরকারি ও বিরোধীদলের সংসদ সদস্যদের দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হবে। এরপর আগামী ৩০ জুনের মধ্যে প্রস্তাবিত বাজেটটি সংসদে পাস হওয়ার কথা রয়েছে। আগামী ১ জুলাই থেকে নতুন অর্থবছরের বাজেট কার্যকর হবে।

ঢাকা/হাসান/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়