ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুঁজিবাজারে লাভের ওপর দিতে হবে কর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ৬ জুন ২০২৪  
পুঁজিবাজারে লাভের ওপর দিতে হবে কর

পুঁজিবাজারে শেয়ার বিক্রি করে লাভ করলে কর দিতে হবে বিনিয়োগকারীদের। ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনী মুনাফা (ক্যাপিটাল গেইন) তথা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা থেকে অর্জিত মুনাফায় কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। 

বৃহস্পতিবার (৬ জুন) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে এ তথ্য জানান। বিষয়টিকে ‘মরার ওপর খাঁড়ার ঘা’ বলছেন পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্টরা।

আরো পড়ুন:

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ স্লোগানে ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট জাতীয় সংসদে পেশ করেন অর্থমন্ত্রী। বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।

বাজেট প্রস্তাব অনুসারে, মূলধনী মুনাফা ৫০ লাখ টাকা ছাড়ালেই ১৫ শতাংশ হারে কর দিতে হবে ব্যক্তি বিনিয়োগকারীকে।

এর আগে ২০১৫ সালে পুঁজিবাজারে বিনিয়োগকে উৎসাহ দেওয়ার লক্ষ্যে ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনী মুনাফায় কর অব্যাহতি দেওয়া হয়। বর্তমানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে মূলধনী মুনাফার ওপর ৫ শতাংশ হারে কর দিতে হয়।

এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়