ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

নতুন সময়সূচিতে চলবে আর্থিক প্রতিষ্ঠান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৬, ১২ জুন ২০২৪  
নতুন সময়সূচিতে চলবে আর্থিক প্রতিষ্ঠান

ঈদের পর থেকে অর্থাৎ আগামী ১৯ জুন থেকে নতুন সময়সূচি অনুযায়ী নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর অফিস কার্যক্রম শুরু হবে। সরকার ঘোষিত অফিস সময়সূচির সঙ্গে তাল মিলিয়ে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১২ জুন) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, আর্থিক প্রতিষ্ঠানগুলোর অফিস কার্যক্রম শুরু হবে সকাল ১০টায়। চলবে বিকেল ৬টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাপ্তাহিক ছুটি থাকবে।

নির্দেশনায় বলা হয়েছে, সরকার ঘোষিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১৯ জুন থেকে নতুন সূময়সূচি অনুযায়ী আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিচালিত হবে। 

ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর ৪১ (২) (ঘ) ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।  

এনএফ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়