হাটের সেরা ৬ গরু, জেনে নিন দাম
ছবি: রাইজিংবিডি
সোমবার (১৭ জুন) পবিত্র ঈদুল আজহা। শেষ সময়ে এসে মানুষ গরু কিনতে ছুটছেন হাটে। জমে উঠেছে বেচা-বিক্রি। এ বছর এক লাখ থেকে দেড় লাখের মধ্যে গরুর চাহিদা বেশি। এ বছরও রাজধানীর শনিরআখড়া কোরবানির পশুর হাটে এসেছে প্রচুর গরু।
শনিবার (১৫ জুন) হাট ঘুরে এই প্রতিবেদক হাটে থাকা গরুগুলোর মধ্যে ৬টি গরুর চিত্র তুলে ধরেছেন। চলুন জেনে আসি এসব গরুর ওজন ও দাম।
লালু: শখের বসে নিজ বাড়িতে (যাত্রাবাড়ীর কাজলায়) খামার গড়ে তুলেছেন মো. জাকির হোসেন। ১০টির বেশি গরু আছে তার। সেখান একটি গরুর নাম রেখেছেন ‘লালু’। ১২ মণ ওজনের ‘লালুকে’ নিয়ে এসেছেন তিনি। ১০ ফুট লম্বা আর ৫ ফুট ৮ ইঞ্চির এ গরুটির দাম চাচ্ছেন ৪ লাখ ৭০ হাজার টাকা। দাম হয়েছে ৩ লাখ ৬০ হাজার টাকা। ৪ লাখের বেশি উঠলেই গরুটি বিক্রি করবেন জানান জাকির হোসেনের ভাগ্নে মো. রিফাত।