ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

ব্যাংক পাড়ায় ঈদের আমেজ, উপস্থিতি কম

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৬, ১৯ জুন ২০২৪   আপডেট: ১৬:০৫, ১৯ জুন ২০২৪
ব্যাংক পাড়ায় ঈদের আমেজ, উপস্থিতি কম

ঈদের ছুটির পর প্রথম দিনে লেনদেন কার্যক্রম ঢিলেঢালাভাবে চলছে

ঈদুল আজহার ছুটির পর আজ বুধবার (১৯ জুন) ব্যাংক-বিমা ও অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান খুলেছে। ব্যাংক পাড়ায় গ্রাহকদের উপস্থিতি কম। কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অনেকেই অফিসে যোগ দেননি। ফলে, আজও ঈদের আমেজ বিরাজ করছে। রাজধানীর মতিঝিল, দিলকুশা, পল্টন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ছুটির পর প্রথম দিন ব্যাংক পাড়ায় কর্মকর্তা-কর্মচারীদেরকে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করতে দেখা গেছে। ব্যস্ততা কম থাকায় অন্যান্য কাজে সময় পার করছেন কর্মকর্তা-কর্মচারীরা। কিছু কর্মকর্তা-কর্মচারী ছুটিতে থাকায় তাদের চেয়ার-টেবিল ফাঁকা পড়ে আছে। গ্রাহকদের উপস্থিতি কম থাকায় ঢিলেঢালাভাবে লেনদেন চলছে।

ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের ছুটির পর আজ ব্যাংক খুললেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিকের তুলনায় কম। কারণ, অনেকেই ঈদের পর দু’-এক দিন বাড়তি ছুটি নিয়েছেন। তাছাড়া, অনেক ব্যবসা প্রতিষ্ঠানে কার্যক্রম শুরু না হওয়ায়, বড় ধরনের লেনদেন হচ্ছে না। আগামী সপ্তাহ থেকে ব্যাংকগুলোতে পুরোপুরি লেনদেন শুরু হবে বলে আশা করছেন তারা।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ফরেন এক্সচেঞ্জ শাখার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাসুদুর রহমান রাইজিংবিডিকে বলেন, ঈদের ছুটির পর প্রথম দিনে লেনদেন কার্যক্রম ঢিলেঢালাভাবে চলছে। ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু না হওয়ায় বড় ধরনের কোনো লেনদেন হচ্ছে না। গ্রাহকদের চাপ কম। কর্মকর্তাদের মধ্যে কুশলবিনিময়ের মাধ্যমে ঈদের আমেজেই কাটছে আজ। তাছাড়া, কর্মকর্তারা ব্যাংকের অভ্যন্তরীণ কিছু কাজে ব্যস্ত সময় পার করছেন।

উল্লেখ্য, সাধারণ সময়সূ‌চি অনুযায়ী লেনদেন হচ্ছে ব্যাংকগুলোতে। ব্যাংকগুলোতে সকাল ১০টায় লেনদেন শুরু হয়। চলে বিকেল ৪ টা পর্যন্ত। দাপ্তরিক কার্যক্রম চলবে ৬টা পর্যন্ত।  

এনএফ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়