ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

ক্রিস্টাল ইন্স্যুরেন্সে নতুন সিইও নিয়োগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৭, ২২ জুন ২০২৪  
ক্রিস্টাল ইন্স্যুরেন্সে নতুন সিইও নিয়োগ

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিয়েছে। কোম্পানির নতুন সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন এস এম শহীদুল্লাহ।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)  এস এম শহীদুল্লাহর নিয়োগ অনুমোদন করেছে। বিধি অনুযায়ী, যে কোনো বিমা কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে আইডিআরএ এর অনুমোদন প্রয়োজন হয়।

ফলে আইডিআরএ’র অনুমোদন সাপেক্ষে সম্প্রতি ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের নতুন সিইও হিসেবে যোগদান করেছেন এস এম শহীদুল্লাহ।

ঢাকা/এনটি/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়