ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে যমুনা অয়েলের সর্বোচ্চ লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৮, ৬ জুলাই ২০২৪  
সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে যমুনা অয়েলের সর্বোচ্চ লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৩০ জুন থেকে ৪ জুলাই) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি যমুনা অয়েল লিমিটেডের ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ১১৮ কোটি ৮৬ লাখ ৭০ হাজার টাকা লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে ব্যাংকটির সর্বশেষ দর ছিল ১৭৬ টাকা।

আরো পড়ুন:

দ্বিতীয় সর্বোচ্চ মেঘনা পেট্রোলিয়ামের ৭৯ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৯৯ টাকা।

তৃতীয় সর্বোচ্চ প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের ৩০ কোটি ৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৩৫ টাকা ৭০ পয়সা।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ২৭ কোটি ৬৩ লাখ ৬০ হাজার টাকা, ফাইন ফুডসের ১৯ কোটি ৩৫ লাখ ৯০ হাজার টাকা, ইউনিলিভার কনজুমারের ১৭ কোটি ৯ লাখ ৯০ হাজার টাকা, ন্যাশনাল ব্যাংকের ১৩ কোটি ৯৮ লাখ টাকা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ১৩ কোটি টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১২ কোটি ৬৫ লাখ ৩০ হাজার টাকা এবং লাভেলো আইস্ক্রিমের ৯ কোটি ৬৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা/এনটি/এনএইচ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়