সূচকের বড় পতন, কমেছে লেনদেন
সরকার পতনের ‘এক দফা’ দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলন রোববার (৪ আগস্ট) শুরু হয়েছে। এ আন্দোলনের নেতিবাচক প্রভাব পড়েছে দেশের পুঁজিবাজারে। এরই ধারাবাহিকতায় রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের কার্যদিবসের চেয়ে ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমেছে। পাশাপাশি উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০৪.৬৬ পয়েন্ট কমে ৫ হাজার ২২৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ২১.৫২ পয়েন্ট কমে ১ হাজার ১৪৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪১.৮২ পয়েন্ট কমে ১ হাজার ৮৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৬টি কোম্পানির, কমেছে ৩৭২টির এবং অপরিবর্তিত আছে ১৯টির।
ডিএসইতে এদিন মোট ২০৭ কোটি ৮৩ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৫২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১১৭.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৯৯৫ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৯৩.১৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৯২৬ পয়েন্টে, শরিয়া সূচক ১২.৪০ পয়েন্ট কমে ৯৭০ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ১৭৫.৯২ পয়েন্ট কমে ১১ হাজার ৭৪৭ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ১৭৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১০টি কোম্পানির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত আছে ১১টির।
দিন শেষে সিএসইতে ৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
এনটি/রফিক