ঢাকা     রোববার   ১৭ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২ ১৪৩১

আজ থেকে ৩ দিন বন্ধ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩২, ৫ আগস্ট ২০২৪  
আজ থেকে ৩ দিন বন্ধ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবির কর্মসূচি ঘিরে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে আজ সোমবার থেকে বুধবার পর্যন্ত (৫-৭ আগস্ট) তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই সময়ে সারাদেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে লেনদেন বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৪ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকার কিছু ব্যাংকের শাখা খুললেও পরে সহিংসতা শুরু হলে সেগুলোর কার্যক্রম আবারও বন্ধ করে দেওয়া হয়। তারও আগে শনিবার (৩ আগস্ট) অনেক ব্যাংক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচি বিবেচনায় নিয়ে নিজেদের শাখা বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেয়।

আরো পড়ুন:

এদিকে, এক দফা দাবির কর্মসূচি ঘিরে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে রোববার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের কারফিউ জারি করেছে সরকার। এই সময়ে জনসাধারণকে কারফিউ মেনে চলার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। রোববার গণমাধ্যমে পাঠানো আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

/এনএফ/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়