ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে জেমিনি সি ফুড

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৪, ১০ আগস্ট ২০২৪  
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে জেমিনি সি ফুড

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৫ থেকে ৮ আগস্ট) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি জেমিনি সি ফুড লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। 

বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

শনিবার (১০ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ১১.৪৩ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ৩১৪ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ২৭৮.১০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বেক্সিমকো ফার্মার ১১.২৫ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ১১.২২ শতাংশ, শাইন পুকুর সিরামিকসের ১০.৮৭ শতাংশ, বেক্সিমকো সুকুকের ১০.৭৪ শতাংশ, গ্লোবাল হেভী কেমিক্যালের ১০.৬৭ শতাংশ, টেকনো ড্রাগসের ৯.৭৬ শতাংশ, সী পার্লের ৯.৪৮ শতাংশ, এস আলম কোল্ড রোল্ড স্টিলের ৯.৪২ শতাংশ ও স্যালভো কেমিক্যালের ৮.৭৫ শতাংশ শেয়ার দর কমেছে।

ঢাকা/এনটি/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়