ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

স্ত্রী-সন্তানসহ সাবেক মন্ত্রী হাছান মাহমুদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ১১ আগস্ট ২০২৪   আপডেট: ১৫:১৯, ১১ আগস্ট ২০২৪
স্ত্রী-সন্তানসহ সাবেক মন্ত্রী হাছান মাহমুদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, তার স্ত্রী এবং মেয়ের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। 

রোববার (১১ আগস্ট) আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এ নির্দেশ দেয়। 

২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় তাদের ব্যাংক হিসাব জব্দ করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে সংস্থাটি।

ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানকে পাঠানো নির্দেশনায়, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, তার স্ত্রী নুরুন ফাতেমা এবং মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের ব্যক্তিগত ও ব্যবসায়ী হিসাব জব্দ করতে বলা হয়েছে। বিএফআইইউর এর নির্দেশনার ফলে ওই তিন জন ব্যক্তিগত কিংবা ব্যবসায়ী ব্যাংক হিসাব থেকে কোনো অর্থ উত্তোলন করতে পারবেন না।

এনএফ/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়