ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

সা‌বেক এমপি মহিউদ্দিন মহারাজের ব‌্যাংক হিসাব তলব

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪২, ১৩ আগস্ট ২০২৪  
সা‌বেক এমপি মহিউদ্দিন মহারাজের ব‌্যাংক হিসাব তলব

মহিউদ্দিন মহারাজ (ফাইল ফটো)

আওয়ামী লীগ নেতা ও পিরোজপুর-২ আসনের সা‌বেক সংসদ সদস‌্য মহিউদ্দিন মহারাজ এবং তার স্ত্রী ও সন্ত‌ানের ব‌্যাংক হিসাব তলব ক‌রে‌ছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিএফআইইউ’র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএফআইইউ’র পক্ষ থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে পাঠা‌নো চি‌ঠি‌তে বলা হ‌য়েছে, মহিউদ্দিন মহারাজ ও তার স্ত্রী উম্মে কুলসুম এবং তাদের ছে‌লে সাম্মাম জুনা‌য়েদ ইফ‌তির না‌মে থাকা ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের লেন‌দে‌নের যাব‌তীয় তথ‌্য আগামী সাত দি‌নের ম‌ধ্যে পাঠা‌তে ব‌্যাংকগু‌লো‌কে নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে।

এনএফ/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়