ঢাকা     বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১১ ১৪৩২

ইসলামী ব্যাংকের ৮ শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ১৯ আগস্ট ২০২৪   আপডেট: ১৮:৪৬, ১৯ আগস্ট ২০২৪
ইসলামী ব্যাংকের ৮ শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপের অনুসারী পাঁচ উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও একজন অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালকসহ আটজন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) বরখাস্ত করা ব্যক্তিদের চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে বলে ইসলামী ব্যাংক সূত্রে জানা গেছে।

বরখাস্ত করা আট কর্মকর্তাদের মধ্যে রয়েছে— উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. আকিজ উদ্দিন ও মিফতাহ উদ্দিন। তারা দুজন ঋণ বিতরণ কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন। উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাব্বির, মো. রেজাউল করিম, ড. মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জে কিউ এম হাবীবুল্লাহ, ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসোর্স একাডেমির (আইবিটিআরএ) প্রিন্সিপাল মো. নজরুল ইসলাম এবং প্রধান অর্থ পাচার প্রতিরোধ কর্মকর্তা তাহের আহমেদ চৌধুরী।

জানা গেছে, বিদায়ী সরকারের আমলে ব্যাংক খাতে ঋণ কেলেঙ্কারি, দখল, লুটপাট ভয়ঙ্কর রূপ নেয়। ইসলামী ব্যাংকসহ প্রায় ৮টি ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ। এসব ব্যাংক দখলে নেওয়ার পর থেকে নামে-বেনামে হাজার হাজার কোটি টাকা ঋণ নেয় এস আলম গ্রুপ। শুধু ঋণ নয়, এসব ব্যাংকের মালিকানা নিজেদের কব্জায় রাখতে ব্যক্তি প্রতিষ্ঠানের নামে-বেনামে কোম্পানি খুলে শেয়ার ধারণ করেছে প্রভাবশালী গ্রুপটি। ছাত্র জনতার আন্দোলনে মুখে হঠাৎ করে শেখ হাসিনা সরকার পদত্যাগ করার পর ইসলামী ব্যাংক থেকে বড় অঙ্কের নগদ টাকা সরাতে গিয়ে ব্যর্থ হয় এস আলম গ্রুপ। এরপর এস আলমের পক্ষে বিপক্ষে অবস্থান নেয় কর্মকর্তা-কর্মচারীরা। এতে ইসলামী ব্যাংকের সামনে গুলাগুলির ঘটনাও ঘটে।  ওই সময় এস আলম গ্রুপের অনুসারীদের ব্যাংকের প্রবেশ করতে দেয়নি কর্মকর্তারা।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর ইসলামী ব্যাংকের পরিচালক ও কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে ব্যাংকের তহবিল লুটপাটের খবর গণমাধ্যমে প্রকাশ হচ্ছে। বাস্তব অবস্থা এর চেয়েও ভয়াবহ। দীর্ঘদিন এই লুটপাটের ধারা অব্যাহত থাকার কারণে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে এবং ব্যাংকের প্রতি গণমানুষের আস্থার সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে পুনর্গঠনের দাবি করেছে ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা। পাশাপাশি এস আলম গ্রুপের অনুসারী সব কর্মকর্তাদের বরখাস্ত করার দাবি জানান ব্যাংকটির সাধারণ কর্মীরা। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুরকে চিঠি দিয়েছেন ইসলামী ব্যাংকের কর্মীরা। এর ধারাবাহিকতায় আট শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করা হলো।

এনএফ/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়