ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

নীতি সুদহার বাড়ল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪২, ২৫ আগস্ট ২০২৪  
নীতি সুদহার বাড়ল

নীতি সুদহার বা রেপো রেট দশমিক ৫০ শতাংশ বাড়িয়ে ৮ দশমিক ৫০ শতাংশ থেকে ৯ শতাংশে পুনঃনির্ধারণ করা হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে মনিটারি পলিসি কমিটির ৫ম সভায় নীতি সুদহার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নীতি সুদহার বাড়ানোর এ সিদ্ধান্ত আগামী মঙ্গলবার (২৭ আগস্ট) থেকে কার্যকর হবে।

রোববার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী, করিডোরের উর্ধ্বসীমা স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) সুদহার ১০ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ১০ দশমিক ৫০ শতাংশে পুনঃনির্ধারণ করা হয়েছে। এছাড়া নীতি সুদহার করিডোরের নিম্নসীমা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) সুদহার ৭ শতাংশ থেকে বাড়িয়ে ৭ দশমিক ৫০ বেসিস পয়েন্ট করা হয়েছে।

আরো পড়ুন:

এনএফ/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়