ঢাকা     মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৪ ১৪৩১

ছাত্র আন্দোলনে হতাহতদের ৫ কো‌টি টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ২৯ আগস্ট ২০২৪   আপডেট: ১৫:১৩, ২৯ আগস্ট ২০২৪
ছাত্র আন্দোলনে হতাহতদের ৫ কো‌টি টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে সংঘটিত সহিংসতায় হতাহতদের সাহায্যার্থে গঠিত ফাউন্ডেশনে ৫ কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংক। এছাড়া বন্যা ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৩ কোটি টাকা দেবে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ৪৩৬ তম পর্ষদ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্প‌তিবার (২৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জা‌নিয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিল হতে ২২ কোটি টাকা এবং কর্মকর্তা-কর্মচারীদের আগস্ট মাসের বেতন হতে ১ দিনের মূল বেতনের সমপরিমাণ ১ কোটি টাকা অর্থাৎ মোট ২৩ কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়া হবে। 

আরো পড়ুন:

/এনএফ/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়