ঢাকা     বুধবার   ১৩ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৯ ১৪৩১

আগস্টের ২৮ দিনে প্রবাসী আয় এলো ২০৭ কোটি ১০ লাখ ডলার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৫, ৩০ আগস্ট ২০২৪   আপডেট: ০৯:০৮, ৩০ আগস্ট ২০২৪
আগস্টের ২৮ দিনে প্রবাসী আয় এলো ২০৭ কোটি ১০ লাখ ডলার

ছবি: ইন্টারনেট

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর থেকে প্রবাসী আয়ের পালে যেন লেগেছে হাওয়া। চলতি আগস্টের ২৮ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ২০৭ কোটি ১০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৪ হাজার ৮১৬ কোটি ৭৯ লাখ ৩০ হাজার টাকা (প্রতি ডলার ১১৯ টাকা ৮৩ পয়সা হিসাবে)।

গত বছর একই সময় প্রবাসী আয় এসেছিল ১৪৩ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে প্রবাসী আয় বেড়েছে ৬৪ কোটি ডলার বা ৪৪ দশমিক ৭২ শতাংশ। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। 

এদিকে, আগস্টের প্রথম ১০ দিনে  (১ থেকে ১০ আগস্ট) প্রবাসী আয় এসেছিল ৪৮ কোটি ২৭ লাখ ৭০ হাজার ডলার। পরের ৭ দিনে  (১১ থেকে ১৭ আগস্ট) প্রবাসী আয় এসেছিল ৬৫ কোটি ১৪ লাখ ৫০ হাজার ডলার। এরপরের ৭ দিনে (১৯ থেকে ২৪ আগস্ট) প্রবাসী আয় আসে ৫৮ কোটি ৪১ লাখ ১০ হাজার ডলার। মাসটিতে পরের ৪ দিনে (২৫ থেকে ২৮ আগস্ট) প্রবাসী আয় এসেছে ৩৫ কোটি ২৬ লাখ ৭০ হাজার ডলার।

আরো পড়ুন:

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার। ফেব্রুয়ারিতে আসে ২১৬ কো‌টি ৪৫ লাখ ৬০ হাজার ডলার, মার্চে ১৯৯ কো‌টি ৭০ লাখ ৭০ হাজার ডলার, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার ডলার, মে মাসে ২২৫ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ডলার, জুনে ২৫৪ কোটি ১৬ লাখ ৫০ হাজার ডলার এবং জুলাইয়ে ১৯১ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার এসেছে। 

আগের বছর ২০২৩ সালের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৯৯ কোটি ১২ লাখ ৬০ হাজার ডলার, নভেম্বরে ১৯৩ কোটি ৪০ হাজার ডলার, অক্টোবরে ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার ডলার, সেপ্টেম্বরে ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ডলার, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার এবং জুলাইয়ে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

/এনএফ/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়