ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে বিএমবিএ’র সহায়তা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০১, ৮ সেপ্টেম্বর ২০২৪  
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে বিএমবিএ’র সহায়তা

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতা প্রদানের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)।

রোববার (৮ সেপ্টেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষে উপদেষ্টা ফারুক-ই-আজম বিএমবিএ’র প্রতিনিধিদের থেকে ১০ লাখ টাকার নগদ অর্থ সহায়তা চেক গ্রহণ করেন।

বিএমবিএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মাজেদা খাতুন, সেক্রেটারি জেনারেল মুহাম্মদ নজরুল ইসলাম, এফসিএমএ ও ট্রেজারার মোহাম্মদ আব্দুর রহিম, এফসিএ।

বর্তমান দেশে বিদ্যমান স্মরণকালের ভয়াবহ বন্যায় দেশের ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেটসহ বিভিন্ন জেলায় লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাস্থ্য, বন্যা-পরবর্তী পুনর্বাসন খুবই গুরুত্বপূর্ণ।

ঢাকা/এনটি/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়