যুক্তরাষ্ট্র তিনটি খাতে ২০ কোটি ২২ লাখ ডলার সহায়তা দিচ্ছে
যুক্তরাষ্ট্র তিনটি খাতে বাংলাদেশকে ২০ কোটি ২২ লাখ ৫০ হাজার ডলার দিচ্ছে। সুশাসন, সামাজিক, মানবিক ও অর্থনৈতিক সুযোগ এবং টেকসই উন্নয়নে এই অর্থ ব্যবহার করা হবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ সরকার এবং ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)-এর মধ্যে ‘দ্য ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্রান্ট এগ্রিমেন্ট (ডিওএজি)’-এর ষষ্ঠ সংশোধনী স্বাক্ষরিত হয়েছে।
ইআরডি’র অতিরিক্ত সচিব এ. কে. এম শাহাবুদ্দিন ও ইউএসএআইডি মিশন রিড জে. এশলিম্যান চুক্তিতে সই করেন।
সূত্র জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৭২ সাল থেকে বাংলাদেশের একটি বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। ১৯৭৪ সালে স্বাক্ষরিত ‘অর্থনৈতিক প্রযুক্তিগত এবং সম্পর্কিত সহায়তা’ শীর্ষক একটি আমব্রেলা চুক্তির অধীনে, মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্র এবং শাসনের মতো বিভিন্ন খাতে ৮ বিলিয়ন মার্কিন ডলারের বেশি অবদান রেখেছে। এর মধ্যে খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন অন্যতম।
ইউএসএ তার বেশিরভাগ উন্নয়ন সহায়তা দিয়েছে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি), ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার (ইউএসডিএ) এবং কিছু অন্যান্য সরকারি ও বেসরকারি সংস্থার মাধ্যমে।
ঢাকা/হাসনাত/এনএইচ