ঢাকা     শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১

টাঙ্গাইলে মার্সেলের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৮, ১৮ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১০:১০, ১৯ সেপ্টেম্বর ২০২৪
টাঙ্গাইলে মার্সেলের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

চ্যাম্পিয়ন দলের হাতে মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ তুলে দিচ্ছেন আমিন খান

টাঙ্গাইলের কালিহাতীতে দেশের শার্ষস্থানীয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্ল্যায়েন্স প্রস্তুতকারী ব্র্যান্ড মার্সেলের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর ২০২৪) বিকেলে উত্তর বেতডোবা ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয় মাঠে মার্সেলের ডিস্ট্রিবিউটর শোরুম আর জে ইলেকট্রনিক্সের উদ্যোগে ওই টুর্নামেন্টের ফাইনাল পর্বের খেলা অনুষ্ঠিত হয়। এর আগে গত ১৫ সেপ্টেম্বর টুর্নামেন্টের উদ্বোধন হয়। টুর্নামেন্টে মোট ৪টি দল অংশগ্রহণ করে।

ফাইনাল পর্বের খেলায় মুজাহাটি গ্রাম ২-০ গোলে কালিয়া গ্রামকে পরাজিত করে। বিজয়ী দলকে মার্সেল ব্র্যান্ডের রেফ্রিজারেটর এবং রানারআপ দলকে মার্সেল ব্র্যান্ডের এলইডি টেলিভিশন পুরস্কার দেন অতিথিরা।

আরো পড়ুন:

ফাইনাল খেলায় উপস্থিত মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমিন খানসহ স্থানীয় অতিথিরা

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। এছাড়া উপস্থিত ছিলেন মার্সেলের হেড অব বিজনেস মতিউর রহমান, কালিহাতী থানার ওসি আবুল কালাম এবং উত্তর বেতডোবা ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল ইসলাম প্রমুখ।

চিত্রনায়ক আমিন খান বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করা মার্সেলের অন্যতম লক্ষ্য। তাই সারাদেশে বিভিন্ন খেলাধুলা যেমন ক্রিকেট ও ফুটবল ইভেন্ট আয়োজনের মাধ্যমে তাদেরকে শারীরিক ও মানসিকভাবে ফিট থাকতে উৎসাহ যোগায় মার্সেল। এরই অংশ হিসেবে আজকের এই খেলার আয়োজন। আশা করছি মার্সেলের এই কর্মকাণ্ডের মাধ্যমে যুুবসমাজ সঠিক পথে থাকবে। দেশ ও সমাজ গঠনে মার্সেলের এসব কর্মকাণ্ড চলমান থাকবে।

/কাওছার/মাহফুজ/সাইফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়