ঢাকা     মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৯ ১৪৩১

আর্থিক প্রতিষ্ঠানে হাইব্রিড মিটিং বাতিল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ২৪ সেপ্টেম্বর ২০২৪  
আর্থিক প্রতিষ্ঠানে হাইব্রিড মিটিং বাতিল

নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও (এনবিএফআই) বাতিল হলো হাইব্রিড মিটিং। এখন থেকে আর্থিক প্রতিষ্ঠানের পরিচলনা পর্ষদের মিটিংয়ে পরিচালকদের সশরীরে উপস্থিত থাকতে হবে।এর আগে ১৮ সেপ্টেম্বর ব্যাংকগুলোর হাইব্রিড মিটিং বাতিল করে নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। যা অবিলম্বে কার্যকর হবে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ২০২৩ সালের ১৫ মে এক সার্কুলারের মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যয়ে কৃচ্ছসাধন এবং বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকল্পে সভার গুরুত্ব ও শারীরিক উপস্থিতির প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে ফাইন্যান্স কোম্পানির পরিচালক পর্ষদ ও সহায়ক কমিটির সভাগুলো হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠানের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। বর্তমানে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ওই সার্কুলার লেটারটি বাতিল করা হলো।

ফাইন্যান্স কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ও সহায়ক কমিটির সভায় পরিচালকদের সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে এবং প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম যথাযথভাবে চলমান রাখার স্বার্থে সভাগুলোতে সংশ্লিষ্ট সবাইকে শারীরিক উপস্থিতিতে আয়োজনের জন্য পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

তবে, শতভাগ দেশীয় মালিকানাধীন নয় এরূপ ফাইন্যান্স কোম্পানির বিদেশি পরিচালকরা ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালনা পর্ষদ ও সহায়ক কমিটির সভায় অংশগ্রহণ করতে পারবেন।

ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর ৪১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নিদের্শনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। 

উল্লেখ্য, কোনো ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক টানা তিন মাস পর্ষদ সভায় অনুপস্থিত থাকার সুযোগ নেই। ব্যাংক কোম্পানি আইনে বলা হয়েছে, কোনো পরিচালক বিদেশে তিন মাস নিরবচ্ছিন্নভাবে অবস্থান করলে তার বিকল্প পরিচালক নিয়োগ দিতে পারবে পর্ষদ।

/এনএফ/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়