ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

শেয়ার হস্তান্তর করবেন লংকাবাংলা ফাইন্যান্সের উদ্যোক্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ২৫ সেপ্টেম্বর ২০২৪  
শেয়ার হস্তান্তর করবেন লংকাবাংলা ফাইন্যান্সের উদ্যোক্তা

পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির একজন উদ্যোক্তা পরিচালক শেয়ার হস্তান্তর করার ঘোষণা দিয়েছেন। তিনি উপহার হিসেবে তার ছেলেকে এ শেয়ার হস্তান্তর করবেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, লংকাবাংলা ফাইন্যান্সের উদ্যোক্তা পরিচালক মাহবুব উল আনাম তার ছেলে আবরার আনাম চৌধুরীকে (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) ১ কোটি ৮০ লাখ শেয়ার উপহার হিসেবে দেবেন।

ঢাকা স্টক একচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে গিয়ে তিনি এই লেনদেন সম্পন্ন করেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

ঢাকা/এনটি/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়