ঢাকা     বৃহস্পতিবার   ০৩ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ১৮ ১৪৩১

বিএসইসি’র চেয়ারম্যানের পদত্যাগের খবর গুজব

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৪, ২ অক্টোবর ২০২৪   আপডেট: ২১:৪৫, ২ অক্টোবর ২০২৪
বিএসইসি’র চেয়ারম্যানের পদত্যাগের খবর গুজব

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ পদত্যাগ করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ঘুরপাক খাচ্ছে। এ খবর সত্য নয় বলে জানিয়েছেন খন্দকার রাশেদ মাকসুদ।

বুধবার (২ অক্টোবর) রাতে এ বিষয়ে জানতে চাইলে বিএসইসি’র চেয়ারম্যান রাইজিংবিডিকে বলেন, এটি সম্পূর্ণ ভুয়া খবর। চক্রান্তকারীরা তাদের স্বার্থ হাসিলের লক্ষ্যে এমন গুজব রটাচ্ছে।

বিএসইসি’র মুখপাত্রের পক্ষে জনসংযোগ কর্মকর্তা মো. মোহাইমিনুল হক এক বার্তায় সাংবাদিকদের জানিয়েছেন, বিএসইসি’র পদত্যাগের খবর সত্য নয়।

আরো পড়ুন:

এদিকে, বুধবার পুঁজিবাজারে বড় পতন ঘটেছে। এ নিয়ে টানা তৃতীয় দিন বাজারের দরপতন অব্যাহত আছে। পুঁজিবাজারে ধারাবাহিক দরপতনের প্রতিবাদে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবিতে বৃহস্পতিবার (৩ অক্টোবর) ‘লং মার্চ’ কর্মসূচি ঘোষণা করেছেন সর্বস্তরের সাধারণ বিনিয়োগকারীরা। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সামনে বিভিন্ন সংগঠনের সদস্য এবং সাধারণ বিনিয়োগকারীরা একত্রিত হয়ে এ কর্মসূচি ঘোষণা করেন। এ সময় বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ, বাংলাদেশ পুজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদ ও বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট প্রফেশনালসের সদস্যসহ সাধারণ বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।

সাধারণ বিনিয়োগকারীদের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরাতন ভবনের সামনে সর্বস্তরের বিনিয়োগকারীরা সমাবেত হবেন। সেখান থেকে আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ের উদ্দেশে লং মার্চ কর্মসূচি শুরু করা হবে। বিএসইসি পৌঁছে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ এবং পুঁজিবাজারের স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

এদিকে, আজকে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে বড় পতন ঘটে। এরপর বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মতিঝিলে ডিএসই’র পুরাতন ভবনের সামনে মানববন্ধন করেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের বিনিয়োগকারীরা। পরে বিকেল ৩টার দিকে রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকার ইউনূস সেন্টারের সামনে ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট প্রফেশনালস’ প্ল্যাটফর্মের বিনিয়োগকারী ও ট্রেডাররা সমবেত হয়ে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবি তোলেন। আবার বিকেল সাড়ে ৩টার দিকে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সামনে বিনিয়োগকারীরা একত্রিত হয়ে বিএসইসি’র চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন।

এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়