ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়ল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩২, ১৪ অক্টোবর ২০২৪  
স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়ল

ফাইল ফটো

বাংলাদেশের বাজারে সোনার দাম বেশ কয়েকবার বেড়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এখন ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা। এমন পরিস্থিতিতে স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়া‌নোর ঘোষণা দি‌য়ে‌ছে কেন্দ্রীয় ব্যাংক। 

প্রতিটি মুদ্রার দাম ১০ হাজার টাকা করে বাড়িয়ে ১ লাখ ২৫ হাজার টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে, যা এতদিন ছিল ১ লাখ ১৫ হাজার টাকা। নতুন দাম ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত  ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণমুদ্রার দাম পুনঃনির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরী করা ১০ গ্রাম ওজনের ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণমুদ্রা (বাক্সসহ) প্রতিটির বিক্রয়মূল্য ১ লাখ ২৫ হাজার হাজার টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে।

এনএফ/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়