ঢাকা     মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ৩০ ১৪৩১

সালভোর শেয়ার ইস্যুর আবেদনে বিএসইসির অসম্মতি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৭, ১৫ অক্টোবর ২০২৪  
সালভোর শেয়ার ইস্যুর আবেদনে বিএসইসির অসম্মতি

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি সালভো কেমিক্যালের উদ্যোক্তা ও পরিচালকদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টে শেয়ার ইস্যু করার আবেদনে অসম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসি জানিয়েছে, প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কোম্পানির বর্তমান উদ্যোক্তা ও পরিচালকদের জন্য ৬ কোটি ৪০ লাখ কোটি টাকা মূল্যের প্রতিটি ১০ টাকা করে ৬৪ লাখ সাধারণ শেয়ার ইস্যু করার এ পরিস্থিতিতে সুযোগ নেই।

এদিকে, কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছিল, তারা প্রতিটি ১০ টাকা করে ৬৪ লাখ সাধারণ শেয়ার ইস্যু করে উদ্যোক্তা ও পরিচালকদের মধ্যে ৬ কোটি ৪০ লাখ টাকার পরিশোধিত মূলধন বাড়াতে চায়।

তথ্য মতে, শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি কার্যকরী মূলধন বাড়াতে ৪ কোটি ২০ লাখ টাকা ব্যয় করবে। এছাড়া, নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য কোম্পানিটি এলসির মাধ্যমে ২ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে উৎপাদনী মেশিন আমদানি করবে।

ঢাকা/এনটি/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়