ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা, রোববার স্মারকলিপি দেবেন বিনিয়োগকারীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৯, ১৯ অক্টোবর ২০২৪   আপডেট: ২০:৩১, ১৯ অক্টোবর ২০২৪
প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা, রোববার স্মারকলিপি দেবেন বিনিয়োগকারীরা

পুঁজিবাজারে পতন অব্যাহত রয়েছে। এতে বিনিয়োগকারীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিনিয়োগকারীরা পুঁজি হারিয়ে নিঃস্বপ্রায়। এমন পরিস্থিতিতে পুঁজিবাজারে স্থিতিশীলতা আনয়ন ও বিনিয়োগকারীদের পুঁজি রক্ষায় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ বিনিয়োগকারীরা। রোববার (২০ অক্টোবর) সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি দেবেন তারা।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাধারণ বিনিয়োগকারীদের গণসংযোগ ও গণস্বাক্ষর কর্মসূচিতে এ স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ কর্মসূচিতে নারী ও পুরুষ বিনিয়োগকারীরা অংশ নেন।

গণসংযোগ ও গণস্বাক্ষর কর্মসূচিতে সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে বুলবুল আহমেদ বলেন, বহু বছর ধরে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত। বিনিয়োগকারীদের সব পুঁজি শেষ হয়ে গেছে। অপরদিকে, পুঁজিবাজার থেকে কোটি কোটি টাকা পাচার ও লুটপাট হয়েছে। এতে পুঁজিবাজার ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গণবিপ্লবের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর বিনিয়োগকারীদের প্রত্যাশা ছিল যে, পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে। কিন্তু, দেখা যাচ্ছে, ধারাবাহিক পতনের ফলে গত ১৫ বছরের চেয়ে বর্তমান সময়ে পুঁজিবাজার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে বিনিয়োগকারীরা পুঁজি হারিয়ে প্রায় নিঃস্ব হয়ে গেছে। গত ৩০ বছরেও এমন পুঁজিবাজার আমরা দেখি নাই।

তিনি আরো বলেন, পুঁজিবাজারে প্রতিনিয়ত পতন ঘটছে। এমন পরিস্থিতিতে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থাও বিনিয়োগকারীদের বিপক্ষে অবস্থান নিয়েছে। সাম্প্রতিক সময়ে বিএসইসি এমন সব সিদ্ধান্ত নিচ্ছে, যার ফলে পুঁজিবাজারে পতন আরো ত্বরান্বিত হচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের পুঁজিবাজার ধ্বংস হয়ে যাবে। এখানে আর কেউ বিনিয়োগ করতে আসবে না। তাই, বিনিয়োগকারীদের রক্ষার্থে আমরা আজ এ কর্মসূচি পালন করছি। পাশাপাশি, পুঁজিবাজারে স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি। এরই ধারাবাহিকতায় বিনিয়োগকারীরা রোববার সকালে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার বিষয়ে জানতে চাইলে বিনিয়োগকারী বুলবুল আহমেদ রাইজিংবিডিকে বলেন, পুঁজিবাজারে স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে রোববার (২০ অক্টোবর) সকাল ১০টায় স্মারকলিপি দেওয়া হবে বলে বিনিয়োগকারীরা সিদ্ধান্ত নিয়েছেন। এরই ধারাবাহিকতায় আমরা শনিবার (১৯ অক্টোবর) আজকে জাতীয় প্রেস ক্লাবের গণসংযোগ ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছি। এতে অধিক সংখ্যক বিনিয়োগকারী স্মারকলিপি প্রদান কর্মসূচিতে অংশ নিতে উদ্বুদ্ধ হন। আমরা শান্তিপূর্ণভাবে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করব। আমরা সেখানে বেশিক্ষণ অবস্থান করব না। আমরা প্রধান অতিথির কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দিয়ে আসব।

এনটি/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়