ঢাকা     মঙ্গলবার   ২২ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৬ ১৪৩১

শেরপুরে বন্যার্তদের মাঝে ওয়ালটন প্লাজার খাদ্যসামগ্রী বিতরণ 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ২০ অক্টোবর ২০২৪  
শেরপুরে বন্যার্তদের মাঝে ওয়ালটন প্লাজার খাদ্যসামগ্রী বিতরণ 

শেরপুরে ওয়ালটন প্লাজার ত্রাণ কার্যক্রমের একাংশ

সাম্প্রতিক পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে বন্যা কবলিত শেরপুর জেলার সদর, নালিতাবাড়ী ও ঝিনাইগাতি উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছে ওয়ালটন প্লাজা। 

‘মানুষের পাশে, মানুষের জন্য’ স্লোগানে শেরপুর জেলায় ওয়ালটন প্লাজার ১৪টি শাখা বন্যার্ত পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ অন্যান্য শুকনো খাবার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।

উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ওয়ালটনের ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার মনোয়ার হোসেন (ময়মনসিংহ ডিভিশন), রিজিওনাল সেলস ম্যানেজার (জামালপুর) ফারুক আহাম্মেদ, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার রাশেদুজ্জামান রাসেলসহ জামালপুরের বিভিন্ন ওয়ালটন প্লাজার ম্যানেজাররা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

জানা গেছে, সাম্প্রতিক সময়ে শেরপুরে টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয় নালিতাবাড়ী, নকলা ও ঝিনাইগাতিসহ বিভিন্ন এলাকা। পানিবন্দি হয়ে পড়ে এসব উপজেলার এক লাখের বেশি মানুষ। এসব এলাকায় দেখা দেয় খাবার ও বিশুদ্ধ পানির সংকট। এরই ধারাবাহিকতায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে ওয়ালটন প্লাজা।

/পলাশ/সাইফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়